Find Real Tips

ব্রণ মুক্ত ফর্সা ত্বক পাবার জন্য চন্দনের গুঁড়া ও অ্যালোভেরার ফেসপ্যাকটি ব্যবহার করুন

রূপচর্চায় ত্বকের যত্নে চন্দনের গুঁড়া অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। আমাদের মধ্যে এমন খুব কমই আছেন যারা রূপচর্চায় চন্দনের ব্যবহার সম্পর্কে জানেন না। এটির অনন্য প্রাকৃতিক গুণ এর জন্যেই প্রায় সব ধরনের উন্নত মানের প্রসাধনীতে চন্দনের গুঁড়া এর উপস্থিতি লক্ষ্য করা যায়।

চন্দনের গুঁড়া এবং অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বককে ব্যাকটেরিয়া,ছত্রাক এবং সংক্রমণ মুক্ত রাখে, সেই সাথে কোমল ও মসৃণ করে তুলতে সাহায্য করে।

চলুন চন্দনের গুঁড়া এবং অ্যালোভেরার ফেসপ্যাক কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই

চন্দনের গুঁড়া এবং অ্যালোভেরার ফেসপ্যাকঃ

যা যা লাগবেঃ

২ চামচ চন্দন পাউডার

১ চামচ এলোভেরা জেল

১ টি অর্ধেক পাকা টমেটোর রস

২ চামচ শশার রস ও

২ চামচ মধু

চন্দনের গুঁড়া এবং অ্যালোভেরার ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ

সবগুলি উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে নিখুঁত দাগহীন সুন্দর ব্রণ মুক্ত ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী চন্দনের গুঁড়ার একটি ফেসপ্যাক।

চন্দনের গুঁড়া এবং অ্যালোভেরার ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার প্রক্রিয়াঃ

ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের জন্য দুটি স্টেপ অতিক্রম করতে হবে।

প্রথম স্টেপঃ

চন্দনের গুড়ার ফেসপ্যাক ত্বকে ব্যবহারের জন্য প্রথম স্টেপটি হচ্ছে মুখে গরম পানির ভাপ লাগানো।

একটি চঁওড়া পাত্রে প্রথমে ফুটন্ত  গরম পানি নিন।

মাথার ওপর তোয়ালে ঘুরিয়ে দুপাশে ছড়িয়ে দিয়ে পাত্রটির ওপর উপুড় হয়ে ঝুঁকে পড়ুন।

যেন পাত্র থেকে ওঠা ভাব সরাসরি আপনার মুখে লাগে। এভাবে 5 থেকে 7 মিনিট মুখের ভাব লাগিয়ে নিন।

তাহলেই প্রথমে স্টেপটি সম্পন্ন হবে।

দ্বিতীয় স্টেপঃ

ফেসপ্যাক মুখে ব্যবহারের দ্বিতীয় স্টেপ কি হচ্ছে ত্বকে ফেসপ্যাক এপ্লাই করা।

পরিষ্কার তোলা বা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাক এর মিশ্রণ ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের ওপর ম্যাসাজ করুন।

শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।

এরপর প্রথমে কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন।

সবশেষে ঠাণ্ডা জলে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

 

Exit mobile version