Find Real Tips

তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার রেমেড়ি

আজ আপনাদের সাথে শেয়ার করছি তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার জন্য অসাধারণ রেমেড়ি । এটি ত্বকের ব্রণকে দূর করে ত্বককে ফর্সা করবে।

চলুন রেমেড়িটি তৈরি করে নিই ।

তৈলাক্ত ত্বকের ব্রণ দূড় করার রেমেডিঃ

উপকরণ সমূহঃ

আধা কাপ শসার রস।

২ চামচ চন্দন পাউডার।

১ চামচ মধু।

আধা চামচ লেবুর রস।

পরিমাণ মতো কাঁচা তরল দুধ।

রেমিড়িটি তৈরীর প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে প্রথমে শসার রস এবং চন্দন পাউডার ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

এবার অন্যান্য সব উপকরণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি রেমেডি।

রেমেডি টি তৈলাক্ত ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ

প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে রেমিড়ির মিশ্রণ ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।

20 থেকে 25 মিনিট শুকানোর জন্য সময় দিন।

সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে ঘষে ঘষে রেমেডি এর মিশ্রন তুলে নিন।

সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

তৈলাক্ত ত্বকে রেমেডিটি ব্যবহারের উপকারিতাঃ

ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করবে।

স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।

ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করবে।

ব্ল্যাকহেডস,  হোয়াইটহেডস, ডার্ক সার্কেল দূর করবে।

ত্বকের কোষে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করবে।

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে ত্বক কে দীপ্তিময় ও উজ্জ্বল করে তুলবে।

 

Exit mobile version