মানব শরীরের সকল রোগ নিরাময়ে আদার উপকারিতা

আমাদের শরীরে বাজে হে সকল রোগ নিরাময়ের জন্য আদা অশেষ ভূমিকা পালন করে.আদাতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফেট, ম্যাঙ্গানিজ,ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ই,অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বিদ্যমান.সকল বয়সী মানুষের জন্য আদা খাওয়া অনেক উপকারী.

আদা ভেজা অথবা ২ রকমই খাওয়া যায়.আদা খাদ্যশিল্পে পানীয় তৈরিতে, আচার তৈরিতে, ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়.আদা একটি ভেষজ ওষুধ হিসেবে ও কাজ করে.

আদার উপকারীতা:-

১| আদা খাওয়ার ফলে এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

২| প্রচণ্ড জ্বর, সর্দি ও ব্যথায় আদা খাওয়া খুবই উপকারী।

৩| আদা শরীরের অন্যা
ন্য উপকারের পাশাপাশি এটি শরীরের বাড়তি ওজন কমাতেও সাহায্য করে থাকে।

৪| আদা এমন একটি উপকারী খাবার যেটা কিনা রক্তের সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

৫| অনেক সময় খাবার হজম না হওয়ার কারণে পেট ফেঁপে যায়। আদা খাওয়ার ফলে পেট ফাঁপা দূর হয়।

৬| বমি ভাব ও মাথা ঘুরানোর মতো অসহ্যকর যন্ত্রণা থেকে মুক্তি পেতে আদা কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

৭| আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে এটি ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে থাকে।

৮| গ্যাস্ট্রিক ও পেটে ব্যথার সমস্যা দূর করতে আদা কার্যকরী ভূমিকা পালন করে।

৯| আদায় থাকে সালফার। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ। আদা যক্ষ্মার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। সেই সঙ্গে আদার উপাদান গুলো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাঁধা দেয়।

১০| আদা একটি খুব ভালো ঔষধি হিসাবে পরিচিত। আদাতে রয়েছে ভিটামিন ‘এ’ ভিটামিন ‘সি’ ভিটামিন ‘ই’ এবং ভিটামিন ‘বি’ কমপ্লেক্স। এটি ম্যাগনেসিয়াম,ফসফরাস,সিলিকন,সোডিয়াম,আয়রন ও বিটা ক্যারোটিন জাতীয় খনিজ সমৃদ্ধ। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

১১| আদাতে রয়েছে অ্যান্টিএইজিং উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বকে বয়সের ছাপ দূর করে।

১২| আদা পাকস্থলী ও লিভারের শক্তি বাড়িয়ে দেয়।

১৩| আদা শরীরের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।

১৪| আদার রস খাওয়ার ফলে খাবারের রুচি আসে এবং ক্ষুদা বাড়িয়ে দেই।

Leave a Comment