নতুন চুল গজাতে এলোভেরার হেয়ার প্যাক

বাহ্যিক সৌন্দর্য প্রকাশের অন্যতম প্রধান অংশ হচ্ছে আমাদের চুল । সুন্দর ঘন, কালো, মসৃণ এবং ঝলমলে চুল আমাদের সকলেরই প্রত্যাশিত। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের চুল অত্যন্ত পাতলা এবং চুল পড়ে গিয়ে আরও পাতলা হয়ে যাচ্ছে।

আবার অনেকেই চুল পড়ে যাওয়া রোধ করতে এবং নতুন চুল গজাতে কেমিক্যালযুক্ত নকল প্রসাধনী ব্যবহার করে মাথার বিদ্যমান চুলের এবং ত্বকের আরো ক্ষতি সাধন করে আসছেন । তাই

নতুন চুল গজাতে এলোভেরার হেয়ার প্যাকঃ

উপকরণ সমূহঃ

আধা কাপ এলোভেরা জেল।

একটি ডিমের সাদা অংশ।

2 চা চামচ অপরিশোধিত নারিকেল তেল।

1 চা চামচ লেবুর রস।

1 চা চামচ মধু।

হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে অ্যালোভেরার পাতা মাঝ বরাবর ভালোভাবে কেটে নিয়ে অ্যালোভেরা জেল বের করে নিন।

এবার একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরা জেল এর সাথে একটি ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

এবার পেজটির সাথে বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরার নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।

নতুন চুল গজাতে হেয়ার প্যাক টি ব্যবহারের প্রক্রিয়াঃ

পরিষ্কার মাথার ত্বকে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে হেয়ার প্যাক এর সম্পূর্ণ মিশ্রণ লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট চুলের গোড়ায় আলতোভাবে ঘষে ঘষে ম্যাসাজ করুন।

এবার শাওয়ার ক্যাপ পরে নিন বা একটি পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালোভাবে বেছে নিন।

25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।

তারপর চুল খুলে নিয়ে প্রথমে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

এবং সবশেষে ভার্জিন শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে নিন।

নতুন চুল গজাতে হেয়ার প্যাকটির উপকারিতাঃ

দ্রুত সময়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

চুলের গোড়া মজবুত করে চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে।

চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে।

চুল ভেঙে যাওয়া রোধ করে।

চুলের আগা ফাটা বন্ধ করে।

 

Leave a Comment