শতভাগ চুল পড়া কমাতে অ্যালোভেরার এই হেয়ারপ্যাক টি ব্যবহার করুন

প্রকৃতির অপার দান হচ্ছে অ্যালোভেরা। রূপচর্চায় এমন কোনো স্তর নেই যেখানে অ্যালোভেরার ব্যবহার থাকেনা । চুল পড়া কমানোর জন্য অ্যালোভেরা অত্যন্ত কার্যকর একটি উপাদান । অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহারে চুল পড়া কমার সাথে সাথে চুল লম্বা এবং শাইনী হবে ।

চলুন চুল পড়া কমাতে অ্যালোভেরার হেয়ার প্যাক কিভাবে ব্যবহার করতে হবে তা দেখে নিই।

হেয়ার প্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

চার চামচ অ্যালোভেরা জেল

তিন চামচ পেঁয়াজের রস ও

চারটি ভিটামিন ই

অ্যালোভেরার হেয়ার প্যাক তৈরি ও ব্যবহারঃ

সবার প্রথমে একটি অ্যালোভেরা পাতা নিয়ে এর খোসা ছাড়িয়ে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে ।

এরপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেয়াজকে ব্লেন্ড করে অথবা গ্রাইন্ডার এর সাহায্যে পেঁয়াজের রস বের করে নিন ।

এরপর একটি পরিষ্কার বাটি নিয়ে সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে।

যখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে যাবে তখন একটি হেয়ার ব্রাশের সাহায্যে এটি মাথার তালুর মধ্যে এপ্লাই করে নিতে হবে।

এটি এপ্লাই করার পর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ।

নোটঃ

১।  আপনারা চাইলে বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে । তবে গাছের এলোভেরা জেল ব্যবহার করাই সবচেয়ে কার্যকর এবং উত্তম ।

 

 

Leave a Comment