চুলের খুশকি দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক টি ব্যবহার করুন

টক দইয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি মাথার মধ্যে ইনফেকশন করা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে খুশকি দূর করতে সাহায্য করে । চুলের খুশকি দূর করার জন্য টক দইয়ের হেয়ার প্যাক অত্যন্ত কার্যকর । চুলের খুশকি দূর করার জন্য আপনারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন ।

চলুন খুশকি দূর করার জন্য টক দইয়ের হেয়ার প্যাক কিভাবে ব্যবহার করতে হবে এবং তৈরি করতে হবে তা দেখে নিই

টক দইয়ের হেয়ার প্যাক তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানঃ

চার চামচ টক দই

দুইটি ভিটামিন ই ও

২ চামচ ক্যাস্টর অয়েল

দইয়ের হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে সবগুলো উপাদানকে একসাথে নিতে হবে এরপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে স্মোথ পেস্ট তৈরি করে নিতে হবে ।

পেস্ট তৈরি হয়ে যাবার পর একটি হাড় ব্রাশের সাহায্যে এটি মাতার তালুর মধ্যে এপ্লাই করে নিন

এরপর মা তার একটি চিরুনির সাহায্যে মাথার মধ্যে তিন থেকে পাঁচ মিনিট কাজ করে নিন

এরপর আরো বিশ মিনিট অপেক্ষা করুন

মিনিট অপেক্ষা করার পর জল ব্যবহারের শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে

নোটঃ

ক্যাস্টর অয়েল এর ঘনত্ব বেশি হওয়ায় এটি খুব সহজে দইয়ের সাথে মিশতে চায় না তাই খুব ভালোভাবে নাড়িয়ে দইয়ের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে ।

এই প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

Leave a Comment