মাত্র ৩ দিনে চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রেমেড়ি

চুল পড়া বন্ধ করার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান হচ্ছে পেঁয়াজ । পেঁয়াজের রসের মধ্যে থাকা উপাদানগুলো আমাদের চুল পড়াকে পুরোপুরি বন্ধ করার জন্য মাত্র দুই থেকে তিন দিন সময় নেয় ।

পিঁয়াজের রেমেড়ি ২ থেকে ৩ বার ব্যবহার এর মধ্যেই চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় ।

মাত্র ৩ দিনে চুল পড়া পুরোপুরি বন্ধ করার জন্য এই পেঁয়াজের মিনিটে অত্যন্ত কার্যকর হবে ।

চলুন পেঁয়াজের এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে তার সঠিক নিয়ম জেনে নিই

পেঁয়াজের রেমেড়িটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানঃ

দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ

চারটি আমলকি এবং

দুইটি ভিটামিন ই

পেঁয়াজের রেমেড়িটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

সবার প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে এটিকে ব্লেন্ড করে অথবা ভেজিটেবল গ্রাইন্ডার দিয়ে গ্র্যান্ড করে পেঁয়াজের রস বের করে নিতে হবে।

এরপরে আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমলকির রস বের করে নিতে হবে ।

পেঁয়াজ এবং আমলকির রস বের করার পর একটি পরিষ্কার বাটির মধ্যে সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

এরপর একটি হেয়ার ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে এটিকে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিন । এটি লাগানোর পর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন ।

10 থেকে 15 মিনিট পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে

নোটঃ

রেমিডি ব্যবহার করার পর চুল ভালো করে শুকিয়ে নেবেন

এই রেমেডি টি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।

 

Leave a Comment