ত্বক ফর্সা করতে চালের গুড়ার ফেসপ্যাক

আমরা সবাই চাই আমাদের ত্বককে ফর্সা করতে। আর ত্বককে ফর্সা করতে আমরা যদি চালের গুঁড়া ব্যবহার করি তাহলে প্রাকৃতিক উপাদান এর সাহায্যে কোন সাইডএফেক্ট ছাড়াই ত্বক ফর্সা হবে ।

ত্বককে ফর্সা করার জন্য চালের গুলোকে আমরা যেভাবে ব্যবহার করতে পারি

ত্বক ফর্সা করতে চালের গুড়ার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

৪ চামচ চালের গুঁড়া

১ চামচ বীটরোট জুস

২ চামচ কাঁচা তরল দুধ

ত্বক ফর্সা করতে চালের গুড়ার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

সবার প্রথমে একটি বীটরোট এর খোসা ছাড়িয়ে এটিকে ব্লেন্ড করে বিটরুটের জুস তৈরি করে নিতে হবে

এরপর পরিষ্কার বাটি নিয়ে এর মধ্যে সবগুলো উপাদান দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

সবার প্রথমে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভালোভাবে মিশে নিতে হবে ।

সবগুলো উপাদানে মিশে যাবার পর একটি ব্রাশের সাহায্যে এটি মুখের উপর এপ্লাই করে নিন।

ফেসপ্যাকটি এপ্লাই করার পর ত্বকের মধ্যে শুকিয়ে আসা পর্যন্ত রেখে দিন ।

একটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।

নোটঃ

এই প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।

বিটরুট আপনারা যে কোন সবজির দোকানে অথবা সুপার শপে পাবেন

 

Leave a Comment